• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

দুই জেলায় সাপের কামড়ে তিনজনের মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২২

সাপের কামড়ে পঞ্চগড়ের একজন এবং চুয়াডাঙ্গায় দুইজনের মৃত্যু হয়েছে। রোববার এই তিনজনের মৃত্যু হয়েছে।

পঞ্চগড়ের বোদা উপজেলায় সাপের কামড়ে আহত জামিল উদ্দীন রতনকে(২৮) রোববার সকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। জামিল উদ্দীন বোদার পশ্চিম সাতখামার গ্রামের জালাল উদ্দীনের ছেলে।

জামাল উদ্দীনের বড় ভাই স্থানীয় সাংবাদিক লিহাজ উদ্দীন মানিক আরটিভি অনলাইনকে বলেন, জামিল রোববার সকালে গোয়ালঘর থেকে গরু বের করার সময় একটি ছোট বাছুর দৌড়ে গোয়াল ঘরের পেছনে বাড়ির কোনায় চলে যায়। সেখান থেকে বাছুরটিকে আনতে গেলে একটি বিষধর সাপ রতনের হতে কামড় দেয়। প্রথমে তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কর হয়। সেখানে কোনো ভ্যাকসিন না থাকায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বোদা থানার ওসি একেএম নুরুল ইসলামও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে রোববার সকালে সাপের কামড়ে চুয়াডাঙ্গা শহরের মাদরাসা পাড়ার সজিব হাসানের(১৩) মৃত্যু হয়েছে। একই সময়ে সাপের কামড়ে আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা শারমিন আক্তারেরও(১৩) মৃত্যু হয়।

জেবি/কে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজ সন্তানকে বিক্রি করতে বাজারে তুললেন মা!
পঞ্চগড়ে দুই ইটভাটাকে জরিমানা
এবার পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
X
Fresh