• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ফের স্থলমাইন বসাচ্ছে মিয়ানমার

বান্দারবান প্রতিনিধি

  ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১০

সীমান্তের ওপারে ফের স্থলমাইন স্থাপন করতে দেখা গেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীকে। নতুন করে জ্বালিয়ে দেয়া হচ্ছে সীমান্তের কাছে থাকা রোহিঙ্গাদের বাড়ি-ঘর। এ নিয়ে আতঙ্কে আছেন জিরো পয়েন্টে থাকা রোহিঙ্গা এবং বাংলাদেশের সীমান্তবর্তী মানুষেরা।

সীমান্ত এলাকার মানুষদের দাবি, কয়েকদিন বন্ধ থাকলেও বুধবার বিকেল থেকে ফের রোহিঙ্গাদের বাড়িঘরে আগুন দেয়া শুরু হয়েছে। একই সঙ্গে সীমান্তে ফের স্থলমাইন বসানো শুরু করেছে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বিজিপি। বেড়েছে বান্দরবান সীমান্তে তাদের সামরিক জনবলও।

এ পরিস্থিতিতে রোহিঙ্গা এবং বাংলাদেশি নাগরিকদের সীমান্তে চলাফেরায় সতর্ক করছে স্থানীয় ইউনিয়ন পরিষদ।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল করিম বলেন, মিয়ানমারের সেনাবাহিনী আবারো স্থলমাইন বসাচ্ছে। নিরাপত্তার স্বার্থে আমরা মাইকিং করে ঘুমধুম সীমান্তে চলাফেরায় জনগণকে সর্তক করে দিয়েছি।