• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

দুই জেলায় বজ্রাঘাতে নিহত ৭

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১৬:১৯

দিনাজপুর ও সুনামগঞ্জ জেলায় শনিবার আলাদা বজ্রাঘাতে সাতজন নিহত হয়েছেন। এর মধ্যে দিনাজপুরের পাঁচজন এবং সুনামগঞ্জে দুইজন।

শনিবার দিনাজপুরের বিরল ও চিরিরবন্দর উপজেলার আলাদা দুইটি স্থানে বজ্রাঘাতে একই পরিবারের দাদী-নাতিসহ পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন।

শনিবার দুপুরে বিরল উপজেলার রাজাপুর ইউনিয়নের পূর্ব রাজারামপুর গ্রামে বজ্রাঘাতে চারজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো সাতজন।

নিহতরা হলেন শ্রমিক মেছের আলী, শুকুর উদ্দীন, খুশুন রায় ও বনিতা রায়।

জানা যায়, শনিবার দুপুরে ধানক্ষেতে কাজ করছিলেন ১১ জন শ্রমিক। এসময় বৃষ্টি শুরু হলে তারা ক্ষেতের পাশে একটি স্যালো মেশিনের ঘরে আশ্রয় নেন। এসময় ওই ঘরের উপর বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়। বাকি নয়জন আহত হন। পরে তাদের দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতাল নিলে সেখানে আরো দুই জন মারা যান। বাকি সাতজন চিকিৎসাধীন।

বিরল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার ভোরে চিরিরবন্দরে বজ্রাঘাতে সাহিদা বেগম ওরফে শাহি (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়। এসময় তার স্বামী শহিদুল ইসলাম আহত হন।

জানা যায়, ভোরে বৃষ্টি শুরু হলে সাহিদা বেগম ঘরের বাইরে থাকা মালপত্র সরাতে গেলে বজ্রাঘাতে মারা যান।

চিরিরবন্দরের সাতনালা ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান দুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে শনিবার সকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ঘি-পুরা গ্রামের পাশে বজ্রাঘাতে এক শিক্ষার্থীসহ দুইজনের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঘি-পুরা থেকে কলকলিয়া আটপাড়া উচ্চ বিদ্যালয়ে আসার সময় বজ্রাঘাতে সুজাত মিয়া নামের দশম শ্রেণির এক শিক্ষার্থী ঘটনাস্থলেই মারা যায়। সে ঘি-পুরা গ্রামের তাজ উদ্দিন মিয়ার ছেলে।

একই সময় গ্রামের পাশের হাওরে মাছ ধরতে গিয়ে কামারখাল গ্রামের জেল আব্দুল আহাদ (৪৫) বজ্রাঘাতে মারা যান। তিনি ওই গ্রামের আব্দুল হেকিমের ছেলে।

জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, পরিবারের লোকজন ময়নাতদন্ত করতে না চাওয়ায় মরদেহ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপি-জামায়াতের ৩০ নেতাকর্মী কারাগারে
ঘোড়াঘাটে ট্রাক্টরের ধাক্কায় নিহত ১ 
হিলি সীমান্তে বাংলা নববর্ষ পালিত
পিকআপে গানবাজনা ও বেপরোয়া মোটরসাইকেল চালানোয় মামলা
X
Fresh