• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

মুন্সীগঞ্জে টেক্সটাইল মিলে আগুনে নিহত ৬

আরটিভি অনলাইন রিপোর্ট, মুন্সীগঞ্জ

  ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৫:১৪

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরমুক্তারপুরে একটি টেক্সটাইল মিলে অগ্নিকাণ্ডে ছয় শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার সকালে মিলের ৪র্থ তলায় আগুন লাগার ঘটনা ঘটে। এসময় প্রতিষ্ঠানটির বিভিন্ন ফ্লোরে বেশকিছু শ্রমিক আটকে পড়েন। পরে ৫ জন পুরুষসহ ১ নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতদের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। নিহতরা হলেন, মো. ইসরাফিল (২৬), নাজমুল (২২), বাবু (২২) ও হাসিনা বেগম (৬০)।

এ বিষয়ে মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন জানান, সকাল ১০টার দিকে টোল প্লাজা এলাকার আইডিয়াল টেক্সটাইল মিলসে আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ করতে গিয়ে আগুনের ফুলকি দাহ্য পদার্থের সংস্পর্শে এসে আগুনের সূত্রপাত।

তিনি জানান, মুন্সীগঞ্জ ২টি ইউনিট ও নারায়ণগঞ্জের ১টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। ৪ তলাসহ বিভিন্ন ফ্লোর মিলিয়ে ৬ জনের অগ্নিদগ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আগুনে ওই কারাখানার ব্যাপক ক্ষতি হয়েছে। আরো কয়েকজন শ্রমিককে পাওয়া যাচ্ছে না।

এদিকে ঘটনায় পরেই জেলা প্রশাসক শায়লা ফারজানা ঘটনাস্থল পরিদর্শন করেন। তার নির্দেশে আইডিয়াল টেক্সটাইল মিলের জিএমসহ চার কর্মকর্তাকে আটক করে পুলিশ।

নিহত শ্রমিকদের দাফনের জন্য জেলা প্রশাসকের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে সহায়তার ঘোষণা দেয়া হয়েছে বলে কর্মকর্তারা জানান।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, গুলিবিদ্ধ ২ 
ভাসানটেকে সিলিন্ডারের আগুনে দগ্ধ ৬, মায়ের পর মারা গেলেন মেয়েও
বগুড়ায় তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
মাশরাফীর রূপগঞ্জের ম্যাচে মাঠে আগুন
X
Fresh