• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি দ্বিতীয় দিনের মতো বন্ধ

আরটিভি অনলাইন রিপোর্ট, সাতক্ষীরা

  ১৯ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৮

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো অ্যাসোসিয়েশনের অনির্দিষ্টকালের কর্মবিরতি দ্বিতীয় দিনের মতো অব্যাহত রয়েছে। ফলে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দুই কর্মকর্তার বিরুদ্ধে কাস্টমসের পক্ষ থেকে একটি সাধারণ ডায়রি করার প্রতিবাদে তারা এ অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেয়। এতে উভয় পারে পাঁচশ’র বেশি পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।

ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আবু মুসা আরটিভি অনলাইনকে বলেন, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও যুগ্ম-সম্পাদকের বিরুদ্ধে সে দেশের কাস্টমসের পক্ষ থেকে বসিরহাট থানায় গেলো ১৭ই আগস্ট একটি সাধারণ ডায়রি করা হয়। এরই প্রেক্ষিতে ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এমপ্লয়ী কার্গো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই মিথ্যা অভিযোগের প্রতিবাদে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছে।

শ্রমিকদের কর্মবিরতির কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

সাতক্ষীরা চেম্বারের সহ-সভাপতি এনছান বাহার বুলবুল আরটিভি অনলাইনকে জানান, কর্মবিরতির ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বিশেষ করে কাঁচামাল ব্যবসায়ীদের বেশি ক্ষতি হচ্ছে।

ভোমরা স্থলবন্দরের সহকারি কমিশনার রেজাউল হক আরটিভি অনলাইনকে জানান, তারা যথারীতি সকল অফিসিয়াল কার্যক্রম চালাচ্ছেন। তবে মঙ্গলবার পণ্যবাহী কোনো পরিবহন প্রবেশ করেনি বাংলাদেশে।

জেবি/কে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাল আমদানি না করায় সাশ্রয়ী হয়েছে ডলার 
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার বন্ধ
আমদানি স্বাভাবিক থাকলেও বেড়েই চলেছে আলুর দাম
X
Fresh