• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বৃষ্টিতে শরণার্থী ক্যাম্পে রোহিঙ্গাদের মানবেতর জীবনযাপন

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৮

গেলো দুই দিন ধরে মুষলধারে বৃষ্টি হওয়ায় উখিয়া ও টেকনাফে গড়ে উঠা অনেক রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প ডুবে গেছে। এতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা মানবেতর জীবনযাপন করছে।

পালিয়ে আসা পাঁচ লাখের অধিক রোহিঙ্গা সরকারি বনভূমিতে বসতি গড়ে তুললেও অনেক বসতি সমতলে হওয়ায় মুষলধারে বৃষ্টি ও পাহাড়ি ঢলে শত শত রোহিঙ্গা ছাউনি ডুবে গেছে।

টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং, পুটিবনিয়া ও উখিয়া উপজেলার উখিয়ারঘাট, তেলিপাড়া, বালুখালীছড়া, বাঘঘোনায় গড়ে উঠা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে পানি ঢুকে পড়েছে।

এছাড়া উখিয়া উপজেলার পালংখালী ও থাইংখালীতে কিছু কিছু বসতিতে পানি ঢুকেছে। তবে বৃষ্টি কমলে পানি থাকবে না বলে জানান স্থানীয়রা।

পানি ঢুকে পড়ায় শিশু ও বৃদ্ধরা বেশি দুর্ভোগে পড়েছেন। রান্না করতে না পারায় খেয়ে না খেয়ে থাকতে হচ্ছে তাদের। কাদামাটির কারণে দুর্ভোগ আরো বেড়েছে।

এদিকে টেকনাফ সীমান্ত হয়ে দিনের বেলায় রোহিঙ্গাদের অনুপ্রবেশ অনেকটাই কমে এসেছে।

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুবাই বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা, দুর্বিষহ জনজীবন
টানা তিন দিন শিলাবৃষ্টির আশঙ্কা, তাপপ্রবাহেও দুঃসংবাদ
২৪ ঘণ্টার মধ্যে যেসব জায়গায় ঝড়-বৃষ্টি হতে পারে
বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত ওমান-আরব আমিরাত
X
Fresh