• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অস্থির চালের বাজার, দিশেহারা সাধারণ মানুষ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৫১

বেশ কিছুদিন ধরেই অস্থির চালের বাজার। গেলো রোজার মাসে হঠাৎ করেই বেড়ে যায় চালের দাম। এরপর থেকে এখনো দফায় দফায় বাড়ছে চলছে দাম। যা বর্তমানে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

চলতি সপ্তাহে এক লাফে প্রায় সব চালের দাম কেজি প্রতি বেড়েছে ৫ থেকে ৬ টাকা। এ অবস্থায় দিশেহারা সাধারণ মানুষ।

এ অবস্থায় দেশের দ্বিতীয় বৃহত্তম চালের মোকাম কুষ্টিয়ার খাজানগর ব্যবসায়ীদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে চালের বাজারে এমন অস্থিরতা। তবে মিল মালিকদের দাবি বন্যার কারণে ধান উৎপাদন কম হওয়ায় বাড়ছে চালের দাম।

স্থানীয়দের অভিযোগ পরিকল্পিত ভাবে একটি চক্র দেশের চাল বাজার অস্থিতিশীল করে তুলছে।
সম্প্রতি ভ্রাম্যমাণ আদালতের অভিযানেও এর সত্যতা পাওয়া গেছে।

কুষ্টিয়া ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হাবিবুর রহমান জানান, খাজানগরের কিছু মিলে অভিযান চালিয়ে চাল মজুদের বিষয়টির প্রমাণ পায় প্রশাসন।

অন্যদিকে, দিনাজপুরে দফায় দফায় চালের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। রাতারাতি চালের বাজার অস্থিতিশীল হয়ে উঠায় হতাশ দিনাজপুরের ক্রেতা সাধারণ। সেখানকার স্থানীয়রা এর জন্য চালকল মালিকদেরই দুষছেন।

এরআগে গেলো সপ্তাহে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছিলেন, দেশের কিছু অসাধু চাল ব্যবসায়ী ও মিল মালিক চাল নিয়ে চালবাজি শুরু করেছে। চালের মূল্য বৃদ্ধির পর আমরা ট্যাক্স তুলে দিলাম। এরপর ভারত থেকে ৬ লাখ টন চাল আমদানি হয়েছে। এগুলো ব্যবসায়ী ও আড়ৎদারদের কাছে আছে। চাল নিয়ে রাজনীতি হচ্ছে।

সেসময় তিনি জানান, উদ্দেশ্যমূলকভাবে দেশকে একটি অস্থির পরিস্থিতির দিকে ঠেলে দিতে সূক্ষ্ম কারচুপি হচ্ছে। সরকারকে বিব্রত করার চেষ্টা চলছে।

সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে চালের বাজার মনিটরিংয়ে সরকারকে দ্রুত কঠোর হওয়ার অনুরোধ সাধারণ মানুষের।

আরকে/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৬ দফা দাবি না মানলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের
নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের ইফতার 
সাজেকে পণ্যবাহী মাহেন্দ্র খাদে, চালক নিহত
নারায়ণগঞ্জে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
X
Fresh