• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, নিহত ২

আরটিভি অনলাইন রিপোর্ট, সুনামগঞ্জ

  ১৬ সেপ্টেম্বর ২০১৭, ১৭:০৭

সুনামগঞ্জের দোয়ারাবাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন আরো ১০ জন।

শনিবার দুপুরে দোহালিয়া ইউনিয়নের বেড়িগাঁও এলাকায় এ সংঘর্ষ হয়।

নিহতরা হলেন বেরিগাঁও গ্রামের এবাদুর রহমান (৩৫) ও গুরেশপুর গ্রামের শেরু জামান (৩০)। আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

সুনামগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার দোলন মিয়া জানান, জায়গা জমি নিয়ে শেরুজ্জামানের সঙ্গে বেরিগাঁওয়ের মাসুক মিয়ার বিরোধ চলে আসছিল। এ নিয়ে দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি মামলাও চলছিল। ওই ঘটনার জেরে শনিবার বেলা সাড়ে ১২টার দিকে দুপক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এএসপি দোলন আরো বলেন, সংঘর্ষে ঘটনাস্থলে এবাদুর মারা যান। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যান শেরুজ্জামান।

এএসপি জানান, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধান খেয়েছে হাঁস, মারামারিতে নিহত ১
থ্রি-হুইলার ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 
ধান শুকানোর জায়গা নিয়ে দু’পক্ষের ৩ ঘণ্টা সংঘর্ষ, আহত ৫০
হাওরের পাকা ধান নিয়ে উদ্বিগ্ন কৃষক, শ্রমিক সংকট
X
Fresh