• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

১৪ টন ত্রাণ পাঠালো মরক্কো

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১৪:২৫

রোহিঙ্গাদের জন্য মরক্কোর পাঠানো ১৪ টন ত্রাণ চট্টগ্রামে এসে পৌঁছেছে। বৃহস্পতিবার সকাল সোয়া নয়টায় মরক্কো থেকে ত্রাণবাহী একটি বিমান চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মাকসুদুর রহমান সিকদার।

তিনি জানান, বাংলাদেশ সরকারের পক্ষে এ ত্রাণ সামগ্রী গ্রহণ করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুর রহমান। এসময় মরক্কোর রাষ্ট্রদূত মাজিদ হালিম উপস্থিত ছিলেন। পরে মরক্কোর রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জিল্লুর রহমান।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে তাঁবু, গুঁড়ো দুধ, চাল, ওষুধসহ বেশ কয়েকটি পণ্য।

গেলো ২৪ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত সহিংসতার কারণে প্রায় সাড়ে তিন লাখ রোহিঙ্গা সমুদ্র পাড়ি দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে।

বুধবার বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নেতৃত্বে বিভিন্ন দেশের ৪৩ জন রাষ্ট্রদূত, জাতিসংঘ ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেন।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ নিতে গিয়ে নিহত ১৮
ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ফের হামলা, নিহত ১৯
গাজায় এক সপ্তাহে শতাধিক ত্রাণকর্মী নিহত
এই প্রথম ত্রাণবাহী জাহাজ ভিড়ল গাজার উপকূলে
X
Fresh