• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মানিকগঞ্জে ২০ রোহিঙ্গা আটক

আরটিভি অনলাইন রিপোর্ট, মানিকগঞ্জ

  ১৪ সেপ্টেম্বর ২০১৭, ১২:১০

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম ও ধল্লা এলাকায় ২০ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় তাদের আটকের পর রাতে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেয়া হয়।

বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন সিঙ্গাইর থানার ওসি ইমাম হোসেন।

সম্প্রতি মিয়ানমার থেকে প্রাণ বাঁচানোর জন্য কক্সবাজারের বিভিন্ন স্থানে আশ্রয় নিচ্ছে রোহিঙ্গারা। সেখান থেকে ওই ২০ রোহিঙ্গা সিঙ্গাইরে পালিয়ে আসেন। পরে পুলিশ তাদের অভিযান চালিয়ে আটক করে।

চারিগ্রাম থেকে আটককৃতরা হলেন ফয়েজুল ইসলাম (৩৫), আমেনা খাতুন (৭০), রাফিয়া বিবি (১৮), হাফসা বিবি (২৮), আরমান (৭), রুম্মান (৪), আবদুল হান্নান (৩), রুনাত (১) ও হাছিনা আক্তার (৭৩)।

তবে সন্ধ্যায় আটক করা ১১ রোহিঙ্গার নামপরিচয় পাওয়া যায়নি।

মানিকগঞ্জের পুলিশ সুপার মাহফুজুর রহমান জানিয়েছেন, বুধবার বিভিন্ন সময়ে ওই উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদেরকে উদ্ধার করা হয়েছে। তাদেরকে সিঙ্গাইর পাইলট উচ্চ বিদ্যালয়ে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল শুক্রবার তাদেরকে মানিকগঞ্জ থেকে কক্সবাজারে পাঠানো হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
বর্ষবরণ উদযাপন করল হরিরামপুর বন্ধুমঞ্চ  
মানিকগঞ্জে গঙ্গাস্নানে পুণ্যার্থীদের ঢল
X
Fresh