• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘তরুণদের মাদকের ছোবল থেকে রক্ষায় খেলায় মন দিতে হবে’

আরটিভি অনলাইন রিপোর্ট, রংপুর

  ১৩ সেপ্টেম্বর ২০১৭, ১৮:০২

উত্তারঞ্চলের তরুণ সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা পেতে খেলাধুলায় মনোনিবেশ করতে হবে। বললেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

আজ (বুধবার) রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ক্রিকেট কর্মশালা ও যুব সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন তিনি।

রংপুরে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরিতে সরকার প্রধানের সঙ্গে আলোচনা করবেন বলে জানান সাকিব।

এসময় ক্রিকেট নিয়ে নিজের অভিজ্ঞতার কথা ভক্তদের সঙ্গে আলোচনা করেন তিনি। তার পাশাপাশি বিভিন্ন তথ্য জানান।

অদূর ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দল বিশ্বকাপ জয় করবে বলেও আশা প্রকাশ করেন বর্তমান সময়ের ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এ তারকা।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নাজমুল আহসান কলিম উল্লাহর সভাপতিত্বে যুব সমাবেশে আরো বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাবিউর রহমান প্রধান।

রংপুর আগমন উপলক্ষে গোটা মহানগরী সেজেছিলে নতুন আঙ্গিকে। বিভিন্ন স্থানে লাগানো হয় পোস্টার ও ফেস্টুন। এদিকে সকাল থেকেই সাকিবকে দেখতে ক্যাম্পাসে বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ সমবেত হন।

পরে রংপুর ক্রিকেট গার্ডেনে একটি প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নেন সাকিব।

এর আগে মঙ্গলবার বিকেল ৪টার দিকে রংপুর জেলা স্কুল মাঠে হেলিকপ্টারযোগে অবতরণ করেন সাকিব আল হাসান।

ওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে যে বার্তা সাকিবের
শান্তর অধিনায়কত্ব নিয়ে যা বললেন সাকিব
জাতীয় দলে ফিরেই সাকিবের ফিফটি
ফিরলেন সাকিব, না খেলেই বাদ হৃদয়
X
Fresh