• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

এবার স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশি নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ সেপ্টেম্বর ২০১৭, ০৯:২২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে এবার হাশেম উল্লাহ (৪২) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন এক রোহিঙ্গা নাগরিক।

মঙ্গলবার সন্ধ্যায় চাকঢালা সীমান্তের বড়ছনখোলা জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহতের হাসেম উল্লাহ নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের আদর্শ গ্রামের আবদুল সালামের ছেলে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যায় দিকে সীমান্তের ৪৪ নম্বর পিলারের কাছে রোহিঙ্গাদের কাছ থেকে গরু আনতে যান হাশেম উল্লাহ। এসময় পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় আহত রোহিঙ্গা আবদুল কাদেরকে উদ্ধার করে উপজেলা সদরে নিয়ে আসা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. সরওয়ার কামাল জানান, দুটি মাইন বিস্ফোরণের ঘটনায় এক গরু ব্যবসায়ী নিহত ও এক রোহিঙ্গা আহত হয়েছে। আহত রোহিঙ্গাকে চিকিৎসার জন্য উপজেলা সদরে নিয়ে আসা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী ও ৬ নম্বর ওয়ার্ড মেম্বার ফরিদুল আলম জানান, ঘটনাস্থলেই হাশেম উল্লাহর মৃত্যু হয়েছে। চোখে আঘাতপ্রাপ্ত কাদের হোসেনকে হাসপাতালে পাঠানো হয়। সে মিয়ানমারের পালংগ্যাঝিরি গ্রামের মির আহমদের ছেলে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৪ এপ্রিল)
কুমিল্লায় বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৩ এপ্রিল)
মিয়ানমারে আটকে পড়াদের ২৪ এপ্রিল ফিরিয়ে আনা হবে : পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh