• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সোলার লাইটে উজ্জ্বল হাতিয়া

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৩৩

মেঘনা নদীর বুকে জেগে উঠা অনেক চর নিয়ে গঠিত দ্বীপ উপজেলা হাতিয়া। ছয় লাখ জনবসতির এ উপজেলায় বিদ্যুৎ সুবিধা না থাকায় জেনারেটর দিয়ে ঢিমেতালে চলে নিত্যদিনের কাজকর্ম।

তবে রাত ১২টার পর তাও বন্ধ করে দেয়া হয়। কিন্তু অনুন্নত এ অঞ্চলটিতে স্ট্রিট সোলার লাইটের ব্যবহার শুরু হওয়ায় পর থেকে নতুন করে গতি এসেছে এখানকার পর্যটন, ব্যবসা-বাণিজ্যসহ সাধারণ মানুষের জীবনযাত্রায়।

সোলার স্ট্রিট লাইট উন্নত এলাকায় গুরুত্ব বহন না করলেও নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াবাসীর জন্য এটি বিশাল পাওয়া। লাইটের কারণে রাতের রাস্তা আলোকিত থাকায় লোক সমাগম বেড়েছে হাতিয়ার হাট-বাজারে। এতে ব্যবসা-বাণিজ্য চলছে মধ্যরাত পর্যন্ত। পাশাপাশি শহরময় আলো থাকায় কমেছে মাদকের ব্যবহার, চুরি-ডাকাতিসহ নানা অসামাজিক কার্যকলাপ।

সরকারি উদ্যোগে উপজেলার ২৫টি বাজারে এ পর্যন্ত লাগানো হয়েছে ২৩৫টি লাইট। যা সঠিকভাবে পর্যবেক্ষণের দাবি এলাকাবাসীর।

নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আয়েশা ফেরদাউস আরটিভি অনলাইনকে জানান, এভাবেই পর্যায়ক্রমে গোটা হাতিয়াকে স্ট্রিট সোলার লাইটের আলোয় আলোকিত করা হবে।

আরকে/জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh