• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা নিবন্ধন মঙ্গলবার থেকে শুরু

আরটিভি অনলাইন রিপোর্ট, কক্সবাজার

  ১১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৫৮

রোহিঙ্গাদের নিবন্ধন মঙ্গলবার থেকে শুরু হবে বলে জানিয়েছেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাইন উদ্দিন।

সোমবার দুপুরে তিনি আরটিভি অনলাইনকে বলেন, ‘আজ রোহিঙ্গাদের নিবন্ধনের কাজ শুরু করার কথা থাকলেও তা করা সম্ভব হয়নি। আগামীকাল (মঙ্গলবার) থেকে নিবন্ধনের কাজ শুরু হবে। তবে আজ আমরা সব কাজ গুছিয়ে নিয়েছি।’

তিনি আরো বলেন, ‘সাময়িকভাবে রোহিঙ্গাদের জন্য উখিয়ার কুতুপালং-এ দুইশ’ ঘর নির্মাণ করা হচ্ছে। সেখানে সাময়িকভাবে রোহিঙ্গাদের রাখা হবে’।

২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে পুলিশ পোস্ট ও সেনাক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সহিংসতা ছড়িয়ে পড়লে, প্রাণে বাঁচতে লাখ লাখ মানুষ বাংলাদেশে পালিয়ে আসছে। এসব রোহিঙ্গাকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নিবন্ধনের মাধ্যমে পরিচয়পত্র দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সে অনুযায়ী আজ সোমবার থেকে তাদের নিবন্ধন কার্যক্রম শুরুর কথা ছিল।

এসএস/জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
৫ মাসের শিশু চুরির ৫ দিন পর উদ্ধার, ২ রোহিঙ্গা গ্রেপ্তার
জাতিসংঘে ফের রোহিঙ্গা সংকট উত্থাপন বাংলাদেশের
X
Fresh