• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চট্টগ্রাম বন্দরে তেজস্ক্রিয় পদার্থ ভর্তি কন্টেইনার জব্দ

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ০৮ সেপ্টেম্বর ২০১৭, ১০:১৮

চট্টগ্রাম বন্দরে তেজস্ক্রিয় পদার্থে ভর্তি একটি কন্টেইনার জব্দ করেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমসের সহকারী কমিশনার (মেগাপোর্ট) মো. হাবিবুর রহমান জানান, গেলো ২২ আগস্ট বন্দরের মেগাপোর্টে সংকেত পাওয়ার পর কাস্টমস কর্মকর্তারা কন্টেইনারটি জব্দ করেন।

দুই সপ্তাহ আগে কন্টেইনারটি জব্দ করা হলেও বৃহস্পতিবার গণমাধ্যমকে বিষয়টি জানানো হয়।

কাস্টমস সূত্রে জানা গেছে, সিটাডেল গ্লোবাল করপোরেশন নামে একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান বন্দরে শিপমেন্টের জন্য কন্টেইনারটি নিয়ে আসে। এটি শ্রীলঙ্কা, সিঙ্গাপুর হয়ে চীনে রপ্তানির কথা ছিল।

হাবিবুর রহমান বলেন, ‘মেগাপোর্টে সংকেত পাওয়ার পর আমরা কন্টেইনারটি জব্দ করি। পরে প্রাথমিক পরীক্ষায় আমরা নিশ্চিত হই যে ওই কন্টেইনারে ক্ষতিকর তেজস্ক্রিয় পদার্থ রয়েছে। চূড়ান্ত পরীক্ষার জন্য বিষয়টি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনকে চিঠি দিয়ে অবগত করা হয়েছে। তারা এসে নমুনাও সংগ্রহ করে নিয়ে গেছেন।’

পরমাণু শক্তি কমিশনের চূড়ান্ত রিপোর্ট হাতে পাওয়ার পর রপ্তানিকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন হাবিবুর রহমান।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশ বিক্রির চুক্তি আমরা করিনি, করবও না : নৌপ্রতিমন্ত্রী
X
Fresh