• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

খোয়াই নদীতে নৌকা ডুবে নিহত ৪, নিখোঁজ ৫

আরটিভি অনলাইন রিপোর্ট, হবিগঞ্জ

  ০৮ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৪৩

হবিগঞ্জের খোয়াই নদীতে নৌকা ডুবে চারজনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন পাঁচজন।

গুরুতর আহত আরো পাঁচজনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় খোয়াই নদীর লম্বাবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দু’জনের নাম জানা গেছে। তারা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার দৌলতপুর গ্রামের অবলা রানী সরকার (৪৬) ও একই গ্রামের মুক্তা রানী দাশ (৮)।

জানা যায়, হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার থেকে সিমেন্ট বোঝাই একটি ইঞ্জিনের নৌকা ৩০ জন যাত্রী নিয়ে কাশিপুর যাচ্ছিল। পথে খোয়াই নদীর লম্বাবাঁধ এলাকায় অতিরিক্ত যাত্রীর কারণে নৌকাটি ডুবে যায়। এতে এই হতাহত ও নিখোঁজের ঘটনা ঘটে।

স্থানীয় লুকড়া ইউনিয়নের চেয়ারম্যান ফহাদ উদ্দিন আব্বাছ আরটিভি অনলাইনকে বলেন, দু’জনের মৃত্যুর খবর পেয়েছি। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারের চেষ্টা চলছে।

হবিগঞ্জ সদর থানার ওসি মানিকুল ইসলাম নৌকাডুবির সত্যতা নিশ্চিত করে বলেন, দু’জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh