• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ফের রোহিঙ্গাবাহী নৌকাডুবি, ১০ লাশ উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট, কক্সবাজার

  ০৭ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫২

কক্সবাজারের টেকনাফের সমুদ্র উপকূলে রোহিঙ্গাবাহী আরো দুটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। গেছে। এতে ১০ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

গেলো ২৯ আগস্ট রাত থেকে এ পর্যন্ত নৌকাডুবির ঘটনায় প্রায় ৮৫ জন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হলো।

পুলিশ জানায়, নৌকাডুবির ঘটনায় বৃহস্পতিবার টেকনাফের বিভিন্ন উপকূল থেকে মোট ১০ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে।

গেলো ২৪ আগস্ট রাখাইন রাজ্যের সীমান্ত চৌকিতে সন্ত্রাসী হামলার অজুহাতে সেখানে সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযান শুরু করেছে সেনা ও পুলিশ। এ অভিযানে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় রোহিঙ্গাদের। তাদের ঘর-বাড়ি অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দেয়া হয়। প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশ অনুপ্রবেশ করছে। আর সাগর ও নদীপথে সীমান্তে পাড়ি দিতে গিয়ে নৌকাডুবিতে প্রাণ হারাচ্ছে তারা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোজাম্বিক উপকূলে নৌকাডুবি, ৯০ জনেরও বেশি নিহত
ট্রলারডুবি : কনস্টেবলসহ দুজনের মরদেহ উদ্ধার
সেনেগালে নৌকাডুবিতে অন্তত ২০ অভিবাসীর মৃত্যু
ভূমধ্যসাগরে নৌকাডুবিতে মাদারীপুরের দুই ‍যুবকের মৃত্যু
X
Fresh