• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

রুমায় ঝর্ণার পানিতে নিখোঁজ দু’জনের মরদেহ উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট, বান্দরবান

  ০৫ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৪৪

বান্দরবানের রুমা উপজেলায় ঝর্ণার পানিতে ভেসে যাওয়া দুই পর্যটকের মরদেহ পাওয়া গেছে। সোমবার রাত সোয়া ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার বিকেলে উপজেলার তিন পাসাইতার ঝর্ণায় গোসল করতে গিয়ে নিখোঁজ হন শহিদুল ইসলাম (৩০) এবং হোজগাতুন বনি (৩২) নামের দুই পর্যটক।

হোজগাতুন বনি কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত। তার বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলায়। আর শহিদুল হক পেশায় একজন ফটোগ্রাফার। তার বাড়ি চট্টগ্রামে।

ইউএনও শরিফুল ইসলাম বলেন, তিন পাসাইতার ঝর্ণা দুর্গম হওয়ায় ওইখানে পর্যটক যাওয়া নিষেধ রয়েছে। কিন্তু ছয় পর্যটক নিষেধ অমান্য করে অন্য উপজেলার ছড়ার মাধ্যমে ওই এলাকায় যায়। বিকেলে ছয়জনই ঝর্ণায় গোসল করতে নামলে তাদের মধ্যে দুজন স্রোতে ভেসে যায়।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh