• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

বন্যায় মৌলভীবাজারে পর্যটন ব্যবসায় ধস

আরটিভি অনলাইন রিপোর্ট, মৌলভীবাজার

  ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৫:৪০

প্রতিবছর ঈদের ছুটিতে জমজমাট থাকলেও এবার উল্টো চিত্র মৌলভীবাজারের পর্যটন শিল্পে। বন্যা ও অতি বৃষ্টির কারণে এবার পর্যটকদের উপস্থিতি অনেক কমে গেছে। এতে হতাশ সেখানকার পর্যটন সংশ্লিষ্টরা।

ছোট-বড় পাহাড় আর নয়নাভিরাম সবুজে ঘেরা চা-বাগানের সৌন্দর্য উপভোগ করতে প্রতিবছরই হাজার হাজার দেশি পর্যটক ভিড় জমায় চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারে।

এখানকার মাধবকুণ্ড জলপ্রপাত, লাউয়াছড়া জাতীয় উদ্যান, মাধবপুর লেক, বর্ষিজুড়া ইকোপার্ক থেকে শুরু করে ছোটবড় সব পর্যটন স্পটগুলোতেই দর্শনার্থীদের উপস্থিতি থাকে চোখে পড়ার মতো। কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন অবস্থা।

এক হোটেল ব্যবসায়ী জানান, অন্যান্য বছর দশদিন আগেই সব বুকিং হয়ে যেত। এবার তা হয়নি।

স্থানীয়রা জানিয়েছেন, বন্যার কারণে এবার ঈদের আগ থেকেই হোটেল বুকিং প্রায় ৫০ থেকে ৬০ শতাংশ কমে গেছে।

আরেক হোটেল ব্যবসায়ী জানান, বুকিং কম হয়েছে। বন্যা আর বৃষ্টির কারণেই এমনটা হয়েছে। এছাড়া অনেক পর্যটন স্থান রয়েছে যা পর্যটকরা জানে না। জানলে এই পর্যটন ব্যবসা আরো জমজমাট হতো।

তবে তারা আশাবাদী বন্যা কমে আসায় খুব শিগগিরই পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদের ছুটিতে পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত পর্যটন স্পট
‘কক্সবাজারকে সমৃদ্ধ পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে’
দেশের পর্যটন শিল্পের উন্নয়নে সহযোগিতায় আগ্রহী আরব আমিরাত     
পর্যটনের নতুন যুগে বাংলাদেশ
X
Fresh