• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চামড়া বোঝাই নৌকাডুবি, ২ ব্যবসায়ীর মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট, কিশোরগঞ্জ

  ০৪ সেপ্টেম্বর ২০১৭, ১৩:২৮

কিশোরগঞ্জের ইটনায় কোরবানির পশুর চামড়াবাহী নৌকা ডুবে দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন ইব্রাহিম (৫০) ও আব্দুল মজিদ (৬০)। নিহত ইব্রাহিম মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে এবং আব্দুল মজিদ উজারকান্দা গ্রামের মৃত আব্দুল মন্নাছের ছেলে।

সোমবার সকালে সীমান্তবর্তী মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়নের উলুয়ার হার এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে এলাকাবাসী।

ইটনা থানার ওসি মো. আব্দুল মালেক জানান, রোববার রাতে ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া এলাকা থেকে একটি চামড়া বোঝাই ছোট নৌকা নিয়ে পাঁচজন ব্যবসায়ী করিমগঞ্জ উপজেলার চামড়া বন্দরের দিকে যাচ্ছিলেন। রাতে সিলনীর হাওরে নৌকাটি ডুবে যায়। সেসময় অন্য যাত্রীরা সাঁতরে হাওরে একটি গাছে আশ্রয় নিলেও পানিতে ডুবে নিখোঁজ হয় ২ জন। পরে সকালে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
খোঁজাখুঁজির সময় ভাই-বোনকে পুকুরে ভাসতে দেখেন পরিবার
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু
কাজে ব্যস্ত ছিল মা, পুকুরে ভাসছিল চার বছরের তাহসিন 
X
Fresh