• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় চরম ব্যর্থ: হানিফ

আরটিভি অনলাইন রিপোর্ট, কুষ্টিয়া

  ০১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৩০

আন্তর্জাতিক সম্প্রদায় যারা সবসময় মানবসভ্যতা ও মানবাধিকারের কথা বলে তারা রোহিঙ্গা ইস্যুতে দায়িত্ব পালনে চরম ব্যর্থ হয়েছেন।

বললেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

শুক্রবার সকালে কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন।

হানিফ বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই নিরবতা অত্যন্ত দুঃখজনক। যা গোটা বিশ্বকে হতাশ করেছে।

তিনি আরো বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিএনপি কী চিন্তাভাবনা করছে সেটা তাদের বিষয়। তবে আমরা বরাবরই বলে এসেছি আগামী নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে। এর বাইরে যাবার কোনো সুযোগ নেই। নির্বাচন কমিশনের অধীনে বর্তমান সরকার সহায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করবে।

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, তারা অনেক কল্পনার জ্বাল বুনছেন। নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য কাল্পনিক কথাবার্তা বলছেন। কিন্তু তাদের কল্পনা কোনোদিনেই বাস্তবায়িত হবে না।

পরে হানিফ কুষ্টিয়ার প্রশাসনিক কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

এসময় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. জহির রায়হান, পুলিশ সুপার এস এম মেহেদী হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান হাজি রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, জেলা আওয়ামী লীগের তথ্য গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব প্রমুখ।

জেবি/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোস্তাফিজ ইস্যুতে বিসিবিকে ধুয়ে দিলেন ভারতের সাবেক তারকা
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
মাজা ভাঙা দল বিএনপি : হানিফ 
দুর্নীতি আছে, তবে বিএনপির মুখে এ অভিযোগ মানায় না : হানিফ
X
Fresh