• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ছাত্রলীগ নেতা হত্যায় ওসির ১০ বছরের কারাদণ্ড

আরটিভি অনলাইন রিপোর্ট, সুনামগঞ্জ

  ৩১ আগস্ট ২০১৭, ১৮:২৪

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ছাত্রলীগ নেতা ওয়াহিদুজ্জামান শিপলু হত্যা মামলায় তাহিরপুর থানার তৎকালীন ওসি শরিফ উদ্দিনকে দায়িত্বে অবহেলার জন্য ১০বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. কামরুল ইসলাম কামরুলসহ ছয় আসামিকে অব্যাহতি দেয়া হয়েছে।

খালাসপ্রাপ্তরা অন্যরা হলেন, তাহিরপুর থানার তৎকালীন উপ-পরিদর্শক রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. জুনাব আলী, উপজেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান উজ্জ্বল, যুবদল নেতা শাহজাহান মিয়া ও শাহীন আহমদ।

বৃহস্পতিবার দুপুরে আলোচিত এ হত্যাকাণ্ডের রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রণয় কুমার দাশ।

মামলার বিবরণ থেকে জানা যায়, ২০০২ সালের ২০ মার্চ বিকেলে আসামিরা অস্ত্রশস্ত্র নিয়ে তাহিরপুরের ভাটি তাহিরপুর গ্রামে ওয়াহিদুজ্জামানের বাড়িতে হামলা চালান। এসময় গুলিতে ঘটনাস্থলেই মারা যান ওয়াহিদুজ্জামান শিপলু। এ ঘটনায় ২৩ মার্চ ওয়াহিদুজ্জামানের মা আমিরুন্নেসা বাদি হয়ে সাতজনের বিরুদ্ধে আদালতে মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার এ রায় দেন আদালত।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh