• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

আরো ১৯ রোহিঙ্গার লাশ ‍উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ আগস্ট ২০১৭, ০৯:৫৩

বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে রোহিঙ্গাদের নিয়ে আসা একটি নৌকা ডুবির ঘটনায় আরো ১৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সমুদ্র সৈকত এলাকা থেকে আজ বৃহস্পতিবার সকালে এ মরদেহগুলো উদ্ধার করেছেন স্থানীয়রা।

এর আগে বুধবার সকালে শিশু ও নারীসহ চারজনের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে নৌকাডুবির ঘটনায় ২৩ জনের মরদেহ উদ্ধার করা হলো।

সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য নুরুল আমিন জানান, মঙ্গলবার রাতের যেকোনো সময় নৌকাটি ঢেউয়ের তোড়ে ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে।

বৃহস্পতিবার সকালে খবর পেয়ে স্থানীয় লোকজন শাহপরীর দ্বীপ দক্ষিণপাড়া ও মাঝেরপাড়া সৈকত থেকে ১৯ জনের মরদেহ উদ্ধার করে।

বুধবার সকালে উদ্ধার করা হয়ে দুই নারী ও দুই শিশু কন্যার মরদেহ। ডুবে যাওয়া নৌকাটির অংশ বিশেষ সৈকতের বালুতে আটকে রয়েছে। মরদেহ পাওয়ার বিষয়টি স্থানীয় বিজিবি ও পুলিশকে অবহিত করা হয়েছে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএম আরিফুল ইসলাম বলেন, স্থানীয়দের উদ্ধার করা ২৩ জনের মরদেহ যেকোনো সময় মিয়ানমারে ফেরত পাঠানো হবে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমারে আবার গোলাগুলি, বিকট শব্দে শাহপরীর দ্বীপে আতঙ্ক
গোলাগুলির শব্দে কাঁপছে টেকনাফ, বন্ধ শাহপরীর দ্বীপ জেটি
X
Fresh