• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

'ঈদে নতুন শাড়ি পিন্দুম'

সিয়াম সারোয়ার জামিল, নর্থচ্যানেল (ফরিদপুর) থেকে

  ৩০ আগস্ট ২০১৭, ১৮:০২

মরিয়ম বানু। বয়সের ভারে নুয়ে পড়েছে শরীরটা। পদ্মার ভাঙনে ঘরবাড়ি ও ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন তিনি। স্বামী মারা গেছেন প্রায় ৭ বছর আগে।

বর্তমানে নর্থ চ্যানেলের মনসুরাবাদ গ্রামে অন্যের বাড়িতে আশ্রিত আছেন। অসুস্থ শরীরে খুব একটা কাজ করতে পারেন না। তাই অন্যের সাহায্য-সহযোগিতায় তাকে সংসার চালাতে হয়।

বন্যায় এবারের ঈদ আনন্দ ফিকে। তাই ঈদে নতুন পোশাকসহ ফিরনি-সেমাই কেনাও মরিয়মের পক্ষে কষ্টকর। তবে, এবার ঈদুল আজহার আগে বুধবার দুপুর বেলায় আরটিভির দেয়া একটি নতুন শাড়ি পেয়ে মহাখুশি মরিয়ম বানু।

তিনি ভাঙ্গা কণ্ঠে বলেন, ‘বন্যায় সব ভাসি গেছে। ভাবিছিলাম, ঈদ হইবো না। টিভিয়ালারা আমারে নতুন কাপড় দিচে, এবার নতুন শাড়ি পিন্দুম। আল্লাহ ওগো বরকত দিক। তারা যেন দুঃখী মানুষের পাশে থাকতে পারে সবসময়, সেই দুয়া করি।’

বিচ্ছিন্ন জনপদ মুনসুরাবাদ গ্রামটি ফরিদপুরের সদর উপজেলার। যেখানে সড়ক পথে যোগাযোগের কোনো ব্যবস্থা নেই। কেবল নৌপথই ভরসা। বন্যার ভয়ঙ্কর ছোবল পড়েছে সেই গ্রামেও।

বন্ধ হয়ে গেছে শিক্ষাপ্রতিষ্ঠান ও হাট-বাজার। যেটুকু রাস্তাঘাট ছিল, সেটুকুও গেছে। দুর্গত সে গ্রাম ও আশপাশের কয়েকটি এলাকার হাজারো মানুষের পাশে দাঁড়িয়েছে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আরটিভি।

দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ আরটিভির প্রধান নির্বাহী কর্মকরতা সৈয়দ আশিক রহমান, প্রধান বার্তা সম্পাদক লুৎফর রহমানসহ আরটিভির কর্মকর্তারা।

এসময় স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত থেকে সহায়তা করেন।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গাজায় ১৯৬ ত্রাণকর্মী নিহতের তদন্ত চায় জাতিসংঘ
গাজায় প্রতিদিন কয়টি ত্রাণবাহী ট্রাক ঢুকতে পারবে, জানাল ইসরায়েল
গাজায় যেভাবে ত্রাণ পাঠাচ্ছে জার্মানি
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে চাকরি, নেবে একাধিক
X
Fresh