• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে র‌্যাবের নৌ টহল শুরু

অনলাইন ডেস্ক
  ০৭ সেপ্টেম্বর ২০১৬, ১৬:০২

ঈদুল আজহা ও কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নারায়ণগঞ্জে নৌ টহল শুরু করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১১)।

বুধবার দুপুর থেকে শীতলক্ষ্যা নদীতে এ টহল কার্যক্রম শুরু করা হয়। নদীর তীরবর্তী কয়েকটি এলাকায় কোরবানির পশুর হাটের ইজারাদার ও বেপারীদের সঙ্গে কথা বলে র‌্যাব। এসময় নৌপথে সন্ত্রাস চাঁদাবাজির ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার শাহ শিবলি সাদিক জানান, ২০১৪ সালে শীতলক্ষ্যা নদীতে সন্ত্রাসীদের হামলায় ট্রলার ডুবে গিয়ে ১২টি গরু মারা যায়। সেই ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে তাই নৌপথে টহল জোরদার করা হয়েছে। এ টহল অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh