• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৪৭৫ জন রোহিঙ্গাকে ফেরত পাঠালো বিজিবি

আরটিভি অনলাইন রিপোর্ট, কক্সবাজার

  ২৯ আগস্ট ২০১৭, ১০:৩৯

কক্সবাজারের টেকনাফের নাফ নদীর জলসীমানা দিয়ে আরো ৪৭৫ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

মঙ্গলবার সকালে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে এসব রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয়।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে.কর্নেল এসএম আরিফুল ইসলাম বলেন, মঙ্গলবার ভোর ও সকালে নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে অবৈধভাবে জলসীমানা অতিক্রম করছিল ৪৭৫ জন রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশু। এসময় বিজিবির সদস্যরা তাদের মিয়ানমারে ফেরত পাঠায়।

গত সপ্তাহে মিয়ানমারের রাখাইন রাজ্যে ৩০টি পুলিশ ফাঁড়ি ও একটি সেনাঘাঁটিতে সমন্বিত হামলা চালায় দুর্বৃত্তরা। এতে অন্তত ৮৯ জন নিহত হন। নিহতদের মধ্যে ১২ জন নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বাকি ৫৯ জন 'রোহিঙ্গা মুসলিম বিদ্রোহী' বলে দেশটির সরকার ও সেনাবাহিনী নিশ্চিত করে।

ওই ঘটনায় প্রতিদিন পালিয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিতে আসছে অসংখ্য রোহিঙ্গা। নাফ নদীর জলসীমানা থেকে শুরু করে স্থল সীমানা পার হয়ে জিরো পয়েন্টে দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে তারা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিজিবি
রামগড় আইসিপি পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন সুইডেনের রাজকুমারী
রোহিঙ্গা ক্যাম্পে সুইডেনের রাজকন্যা
X
Fresh