• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রাখাইনে গুলিবিদ্ধ-দগ্ধ ৮ রোহিঙ্গা চট্টগ্রাম হাসপাতালে

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ২৮ আগস্ট ২০১৭, ১৫:১৮

মিয়ানমারের রাখাইন প্রদেশে সরকারি বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ ৬ জন এবং দগ্ধ ২ জন রোহিঙ্গাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার দিবাগত রাত সাড়ে ১০টা থেকে ১২টার মধ্যে ৫ জন এবং রাত ২টার পর আরো ৩ জন রোহিঙ্গা ভর্তি হন।

চট্টগ্রাম মেডিক্যাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক আমির হোসাইন আরটিভি অনলাইনকে জানান, আহত মিয়ানমারের নাগরিকরা বর্তমানে ১৯, ২৬, ২৮, ৩৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

তিনি আরো জানান, হাসপাতালে ভর্তি করা গুলিবিদ্ধ ৬ জনের মধ্যে অনেকের মাথায়, মুখে, থুতনিতে, হাতে এবং পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।

শরীরের বিভিন্ন অংশ পুড়ে যাওয়ায় বার্ন ইউনিটে ভর্তি আছেন বাকি ২ জন।

গেলো শনিবার মিয়ানমারের আরো ৭ জন রোহিঙ্গা নাগরিক চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

যাদের মধ্যে শনিবার মোহাম্মদ মুসা (২২) মারা যান।

এ নিয়ে মোট ১৪ জন মিয়ানমারের রোহিঙ্গা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh