• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

চট্টগ্রাম মেডিক্যালে আহত আরো ৫ রোহিঙ্গা ভর্তি

অনলাইন ডেস্ক
  ২৭ আগস্ট ২০১৭, ২০:৪৬

মিয়ানমারের রাখাইন প্রদেশে সেনা অভিযানে গুলিবিদ্ধ আরো পাঁচ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের পর চিকিৎসা নিতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) ভর্তি হয়েছেন।

এর আগে শনিবার দিনগত রাতে চোরাপথে তারা বাংলাদেশে প্রবেশ করেন।

পরে রোববার সকালে চমেক হাসপাতালে তাদের নিয়ে আসেন স্বজনরা। হাসপাতালে ভর্তিকৃতদের শরীরের বিভিন্ন অংশে গুলি ও আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন পাঁচলাইশ থানার এএসআই কামরুল আরেফিন।

আহত রোহিঙ্গারা হলেন শামসুল ইসলাম, জেয়াবুল হক, ইলয়াস, মোহাম্মদ তোহা এবং মোহাম্মদ ইদ্রিস।

মিয়ানমারের সরকারি বাহিনীর হামলায় আহত হয়ে এখানে চিকিৎসা নিতে এসেছেন বলে পুলিশকে জানিয়েছেন আহত এসব রোহিঙ্গা।

এর আগে শনিবার মিয়ানমারের মংডু থেকে গুলিবিদ্ধ ২ রোহিঙ্গাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এরমধ্যে শনিবার সকাল সোয়া ৮টার হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে গুলিবিদ্ধ অবস্থায় মোহাম্মদ মুসা (২২) নামে এক রোহিঙ্গা নাগরিক চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এছাড়া মোহাম্মদ মোক্তার (২৪) নামে মিয়ানমারের আর একজন রোহিঙ্গা নাগরিক গুলিবিদ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। এ নিয়ে মোট ছয়জন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমারে আটকে পড়াদের ২৪ এপ্রিল ফিরিয়ে আনা হবে : পররাষ্ট্রমন্ত্রী
পালিয়ে আসা ২৮৫ সীমান্তরক্ষীকে ফেরত নিচ্ছে মিয়ানমার
মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ১৩ বিজিপি সদস্য
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
X
Fresh