• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

অনুপ্রবেশ করা ২০ রোহিঙ্গাকে ফেরত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ আগস্ট ২০১৭, ১৬:৪৩

কক্সবাজারের টেকনাফে অনুপ্রবেশ করা ২০ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার ভোর সাড়ে পাঁচটায় টেকনাফের দমদমিয়া ও শাহপরীর দ্বীপ এলাকা থেকে তাদের আটক করা হয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম আরিফুল ইসলাম বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে টেকনাফের দমদমিয়া ও শাহপরীর দ্বীপ এলাকা থেকে ২০ জন রোহিঙ্গাকে আটক করে বিজিবি। পরে তাদের ফেরত যেতে বাধ্য করা হয়।

এর আগে শুক্রবার রাত ৯টা থেকে শনিবার সকাল ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে কক্সবাজারের টেকনাফের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে মায়ানমারের ৭৩ জন নাগরিককে আটক করে সেদেশে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও কোস্ট গার্ড।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. আলী হোসেন জানিয়েছিলেন, মায়ানমারের কোনো নাগরিক যাতে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।

এদিকে বিজিবির নজরদারিকে এড়িয়ে মায়ানমারের অনেক নাগরিক বাংলাদেশের অনুপ্রবেশের প্রচেষ্টা চালাচ্ছে বলে সীমান্তের বিভিন্ন সূত্র থেকে জানা গেছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের ভোটার তালিকা চান হাইকোর্ট
মিয়ানমার থেকে পালিয়ে এলেন আরও ১৩ বিজিপি সদস্য
ভাসানচরে রোহিঙ্গা নাগরিককে গলা কেটে হত্যা
৫ মাসের শিশু চুরির ৫ দিন পর উদ্ধার, ২ রোহিঙ্গা গ্রেপ্তার
X
Fresh