• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

খালগুলো এখন পরিণত হয়েছে নালা-নর্দমায় (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ আগস্ট ২০১৭, ১৭:১৫

প্রায় ৫শ’বছর আগে নদীর বুক চিরে জেগে উঠে দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ জেলা নোয়াখালী। আর নোয়াখালীর বুক চিরে ছিল ছোট বড় ২৮৮টি খাল। কিন্তু খালগুলো এখন আর খাল নেই, পরিণত হয়েছে নালা-নর্দমায়। অল্প বৃষ্টি কিংবা মৌসুমি বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার দুর্ভোগ নিত্য সঙ্গী নোয়াখালীর বেগমগঞ্জসহ জেলার সব কয়টি উপজেলার মানুষের।

নোয়াখালী খাল, ওয়াপদা খাল ও মহেন্দ্র খালসহ ছোট-বড় এই খাল গুলোকে ঘিরেই গড়ে উঠে সেখানকার ছোট-বড় হাট বাজার। সেসময়ে নদী পথে যোগাযোগের সুবিধায় বাণিজ্য নগরীতে পরিণত হয় বেগমগঞ্জ।

বড় বড় ডিঙ্গি আর পাল তোলা বাহারি নৌকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসতেন পাইকাররা। অথচ এখন সেখানে প্রকাশ্য চলছে চর দখলের মত খাল দখল। আর এসব খাল দখল করে চলছে বড় বড় ইমারত, দোকান কিংবা মার্কেট নির্মাণ।

এতে একদিকে যেমন হারিয়ে যাচ্ছে জীববৈচিত্র্য অন্যদিকে হুমকিতে পড়ছে কৃষিকাজ।

স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী ও ভূমি দস্যুদের খাল দখলের প্রতিযোগিতাই জনদুর্ভোগের কারণ। আর যত্রতত্র এসব অবৈধ খাল দখলে চরম বিপাকে পড়েছেন তারা।

চৌমুহনী পৌরসভার মেয়র আকতার হোসেন ফয়সল প্রভাবশালী ও ভূমিদস্যুদের প্রকাশ্য খাল দখলের বিষয়টি এড়িয়ে যান।

নোয়াখালী বেগমগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) কে এম ইয়াসিন আরাফাত খাল দখলের কথা স্বীকার করেন এবং এ বিষয়ে দ্রুত কার্যকরী পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।

তবে শুধু কথায় নয় সত্যিকারভাবেই দুর্ভোগ থেকে মুক্তির আশা স্থানীয় জনগণের।

আরকে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh