• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কক্সবাজারে ফের শুরু হয়েছে পাহাড় কাটা (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ আগস্ট ২০১৭, ১২:৫৭

কক্সবাজারে ফের শুরু হয়েছে পাহাড় কাটা। নির্বিচারে এসব পাহাড় কাটায় স্থানীয়দের প্রাণহানির ঝুঁকি বাড়ছে। গেলো জুলাই মাসে পাহাড় ধসে পর্যটন নগরীতে প্রাণ হারিয়েছেন পর্যটকসহ ১৭ জন। দিন দিন মৃত্যুর এ মিছিল বড় হলেও পাহাড় কাটা বন্ধ হচ্ছে না।

কক্সবাজার শহরে এক লাখের বেশি মানুষ পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বাস করেন। এতে প্রতি বর্ষায়ই পাহাড় ধ্বসে কেউ না কেউ হতাহত হচ্ছেন। কেবল এ বছরই পাহাড় ধ্বসে মারা গেছেন ১৭ জন।

চলতি বর্ষা মওসুমে স্থানীয় প্রশাসন কক্সবাজার শহরে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করা পাঁচ হাজার পরিবারকে সরিয়ে নেয়। অনেকে আবার পুনর্বাসনের অজুহাতে জীবনের ঝুঁকি নিয়ে পাহাড়েই থেকে যান। এ অবস্থায় চলতি বৃষ্টিপাতের মওসুমে আবারো পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এদিকে স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু ব্যক্তি নানা বাধা থাকা সত্ত্বেও নির্বিচারে পাহাড় কেটে যাচ্ছে।

তবে পরিবেশ অধিদপ্তর কক্সবাজার আঞ্চলিক অফিসের সহকারী পরিচালক সর্দার শরিফুল ইসলাম জানান, পাহাড়ে ঝুঁকি পূর্ণ অবস্থায় বসবাসকারী ৫ হাজার লোককে নামিয়ে আনা হয়েছে। তবে তারা আশ্রয় কেন্দ্রে বসবাস না করে আবারও সেই ঝুঁকিপূর্ণ পাহাড়ে থাকতে চলে যায়। এ বিষয়ে জোরালো ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

এছাড়া স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে, পাহাড়ে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার কাজও চলছে।

পাহাড় কাটা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পাশাপাশি ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

আরকে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh