• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে গাইড বাঁধে তীব্র ভাঙন

আরটিভি অনলাইন রিপোর্ট, টাঙ্গাইল

  ২৩ আগস্ট ২০১৭, ০৯:০৪

বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের ২ কিলোমিটার দক্ষিণের গাইড বাঁধে যমুনা নদীতে তীব্র ভাঙন শুরু হয়েছে।

মঙ্গলবার বিকেল থেকে কালিহাতী উপজেলার গরিলা বাড়ি নামক স্থানে বাঁধে ভাঙন শুরু হয়। এ ভাঙনে হুমকির মুখে রয়েছে ওই এলাকার কয়েকটি গ্রাম।

ওই এলাকার স্থানীয়দের অভিযোগ, বাঁধের অংশ থেকে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় বাঁধে ভাঙন শুরু হয়েছে।

তারা জানান, দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধু সেতুর নিকট থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় এবং যমুনার পানি কমায় এ বাঁধে ভাঙ্গন দেখা দিয়েছে। বাঁধটি দ্রুত মেরামত করা না গেলে একদিকে সেতুটি হুমকির মুখে পড়বে অন্যদিকে আশপাশের বেশ কয়েকটি গ্রাম নদী গর্ভে বিলীন হয়ে যাবার আশঙ্কা রয়েছে।

জানা গেছে, ২০০৪ সালে বঙ্গবন্ধু সেতুর পূর্বে কালিহাতী উপজেলার গরিলাবাড়ি এলাকায় কয়েকটি গ্রাম রক্ষার্থে যমুনা নদীতে সিসি ব্লক ও কার্পেটিং করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। কিন্তু কর্তৃপক্ষের গাফিলতিতে সেতুর গাইড বাঁধ ভেঙে যাচ্ছে।

এদিকে অব্যাহতভাবে সেতুর বাঁধে ধস ও ভাঙনরোধে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বিবিএ কর্তৃপক্ষ। সেতুটির সাইট অফিসের প্রকৌশলীরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেছেন বলে জানান।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র গরমের জন্য দায়ী সরকার : মির্জা আব্বাস
তীব্র তাপদাহে রাসিকের জরুরি সভা, নানা উদ্যোগ গ্রহণ
হিলিতে তীব্র গরমে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ
তীব্র তাপদাহে পুড়ছে চুয়াডাঙ্গা, তাপমাত্রা রেকর্ড ৪২.২
X
Fresh