• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জমে উঠেছে নৌকা বেচাকেনা (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ আগস্ট ২০১৭, ২১:২৩

পিরোজপুরের আটঘরের প্রায় দু’শ বছরের পুরানো ভাসমান নৌকার হাটে বেচাকেনা জমে উঠেছে। ধান কাটা, বাগান থেকে বিভিন্ন ধরনের ফল ও ফসল তুলতে নৌকা ব্যবহার করছেন চাষিরা।

খাল-বিল, নদী-নালা বেষ্টিত হওয়ায় জেলার প্রায় ২০টি গ্রামে বর্ষা মৌসুমে নৌকার কদর বেড়ে যায়। ধানকাটা, বাগান থেকে পেয়ারা তোলাসহ বিভিন্ন ফসল সংগ্রহ এবং বাজারজাত করার জন্য নৌকাই তাদের একমাত্র বাহন।

এছাড়া এই নৌকা কিনে নেয়া হচ্ছে বৃহত্তর বরিশাল এবং ফরিদপুরের বিভিন্ন এলাকায়ও। আর তাই নৌকার চাহিদা ও দাম ভালো পেয়ে খুশি কারিগররাও।

তবে কারিগরদের পুঁজি না থাকায় মহাজনদের কাছ থেকে চড়া সুদে ঋণ নিতে হয় বলে জানান তারা। এতে সরকারি সহযোগিতার দাবি তাদের।

এদিকে নৌকা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ভৈরবের নৌকা কারিগররা।

হাওর বেষ্টিত জেলা কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে গৃহস্থালি কাজে এবং খেয়া পারাপারসহ গো-খাদ্য সংগ্রহে বর্ষা মৌসুমে নৌকার কদর বেড়ে যায় কয়েকগুণ। ফলে আকবর নগর ও শিমুলকান্দি বাজারের আশেপাশে গড়ে উঠেছে নৌকা তৈরি ও বিক্রির বাজার। বিক্রি বেশি হওয়ায় খুশি কারিগররা।

তবে দীর্ঘদিনের এই পেশা টিকিয়ে রাখতে সরকারি-বেসরকারি সহযোগিতার দাবি নৌকা কারিগরসহ সবার।

আরকে/জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh