• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘ষোড়শ সংশোধনী রায় নিয়ে কোনো মন্তব্য করবো না’ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, রংপুর

  ২২ আগস্ট ২০১৭, ১৫:৫৩

ষোড়শ সংশোধনী নিয়ে সুপ্রিম কোর্টের রায় নিয়ে কখনো কোনো মন্তব্য করি নাই, করবোও না। বললেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

মঙ্গলবার দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এরশাদ বলেন, ‘এবার আর মহাজোটে নয়, এককভাবে নির্বাচন করবে জাতীয় পার্টি। এজন্য ৩০০ আসনে যাচাই-বাছাই করে প্রার্থী চূড়ান্ত করা হচ্ছে।’

তিনি আরো বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয়ভাবে কোনো মেয়র প্রার্থী দেবে না। তারপরেও আওয়ামী লীগ প্রার্থী দিলেও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ভোটে জয়ী হবে।

এরশাদ অভিযোগ করে বলেন, এবারের বন্যায় সরকার বানভাসি মানুষদের রক্ষায় তেমন কোনো পদক্ষেপ নেয়নি। তবে জাতীয় পার্টি বানভাসি মানুষদের পাশে দাঁড়িয়েছে।

এর আগে ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন এরশাদ। পরে রংপুরে আসার পথে সৈয়দপুরে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। পরে তিনি রংপুরে ইউনিয়ন ব্যাংকের শাখা উদ্বোধন করেন।

এসময় তার সঙ্গে ছিলেন রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে নির্বাচনে জাতীয় পার্টির ভরাডুবি, জানালেন রওশন
এরশাদের ৯৫তম জন্মদিন আজ
১০ টাকা লিটার দুধ বিক্রি করে ভোক্তা অধিকারের সম্মাননা পেলেন এরশাদ
৪৮ ঘণ্টা না যেতেই রওশনের পার্টি থেকে পদত্যাগ করলেন সেন্টু
X
Fresh