• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে র‌্যাবের অভিযানে জেএমবির ৩ সদস্য আটক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ আগস্ট ২০১৭, ১১:৩১

নারায়ণগঞ্জের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে জেএমবির ৩ সদস্যকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। তারা সবাই গুলশান হামলার মাস্টারমাইন্ড সারোয়ার-তামিম গ্রুপের সদস্য।

মঙ্গলবার সকালে র‌্যাব-১১ পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো মোবাইল ফোনের ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, গ্রেপ্তার ৩ জঙ্গি নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক নব্য জেএমবির সদস্যরা হলেন- আবদুর রহমান ওরফে সুফিয়ান ওরফে রুবেল (২৭), ইমাম হোসেন ওরফে রাশেদ ওরফে আবু মনা (২৬) ও সৈয়দ রায়হান আহমদ ওরফে নাসির (৩০)।

র‌্যাব আরো জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জে বন্দরের লাঙ্গলবন্দ এলাকায় আবদুর রহমান ও ইমাম হোসেনকে আটক করা হয়। এসময় আবদুর রহমানের কোমড় থেকে ৬ রাউন্ড গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী তারাব এলাকা থেকে নাসিরকে আটক করা হয়।

ক্ষুদে বার্তায় আরো জানানো হয়, গ্রেপ্তার জঙ্গি সদস্যদের কাছ থেকে অস্ত্র ছাড়াও গুলি, জেহাদি বই ও লিফলেট উদ্ধার করা হয়েছে।

এইচটি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh