• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

সাভারে বজ্রাঘাতে ২ জনের মৃত্যু

আরটিভি অনলাইন রিপোর্ট, সাভার

  ২২ আগস্ট ২০১৭, ১১:০০

সাভারে কর্মস্থলে যাবার পথে বজ্রাঘাতে দু’ শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরো ১০ জন।

নিহতরা হলেন মিলন গার্মেন্টসের শ্রমিক রফিক মিয়া(২৪) ও আকতার ফার্নিচারের শ্রমিক আবুল হোসেন(২৩)।

মঙ্গলবার সকাল ৮ টার দিকে সাভারের বংশী নদীতে এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানায়, সকালে বংশী নদীর পৌর-এলাকার কাতলাপুর বালুর ঘাট থেকে একটি ট্রলারে ৭০ জন শ্রমিক বংশী নদী পাড়ি দিয়ে মিলন গার্মেন্টস ও আকতার ফার্নিচারে যাবার জন্য রওনা দেন। ট্রলারটি বংশী নদীর মাঝখানে পৌঁছলে হঠাৎ বজ্রাঘাত হয় শ্রমিকদের ওপর। এতে রফিক মিয়া (২৪) ও আবুল হোসেন (২৩) ঘটনাস্থলেই মারা যান। এসময় নারীসহ আহত হন আরো ১০ জন।

খবর পেয়ে স্থানীয়রা নিহত দু’ জনের মরদেহ ও আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। আহতদের হাসপাতালে চিকিৎসা সেবা চলছে।

বজ্রাঘাতে দু’ জন নিহত হবার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিজার জাহিদুর রহমান।

খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

কে/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবির সুইমিং পুলে ছাত্রের মৃত্যু, তদন্ত কমিটি গঠন
হিটস্ট্রোকে পুলিশ সদস্যের মৃত্যু
ময়মনসিংহে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু
নোয়াখালীতে রেজাল্ট শিট আনতে গিয়ে শিশুর মৃত্যু
X
Fresh