• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নওগাঁ সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

আরটিভি অনলাইন রিপোর্ট, নওগাঁ

  ২১ আগস্ট ২০১৭, ২০:২৩

নওগাঁর সাপাহার উপজেলা থেকে ডাকু মিয়া (৪৫) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ীকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার ভোরে উপজেলার হাঁপানিয়া সীমান্ত থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়।

ডাকু মিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের রমজান আলী রামুর ছেলে।

বিজিবি-১৪ (পত্নীতলা) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল খিজির খান আরটিভি অনলাইনকে জানান, রোববার রাতে হাঁপানিয়া সীমান্তে দিয়ে ডাকু মিয়াসহ ১৫ থেকে ২০ জনের একদল গরু ব্যবসায়ী ভারতে গরু আনতে যায়। ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় পান্নাপুর-৬০ বিএসএফের একটি টহল দল তাদেরকে ধাওয়া করে। এসময় অন্যরা পালিয়ে আসতে সক্ষম হলেও ডাকু মিয়াকে ধরে ফেলে বিএসএফ সদস্যরা। পরে তাকে পান্নাপুর বিএসএফ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

পতাকা বৈঠকের মাধ্যমে ডাকু মিয়াকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানান লে. কর্নেল খিজির খান।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩
নওগাঁয় ভুয়া সিআইডি কর্মকর্তা গ্রেপ্তার 
নওগাঁয় ২ মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, স্বামী-স্ত্রী নিহত
বাংলা নববর্ষ : হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়
X
Fresh