• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি, যুবলীগ নেতা গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ আগস্ট ২০১৭, ১৭:৫০

হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে করা মামলায় এক ঠিকাদারকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

ওই ঠিকাদারের নাম খাইরুল হুদা চপল।

তিনি সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক।

মঙ্গলবার গভীর রাতে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

জেলা শহরের স্টেশন রোডে মেসার্স নূর ট্রেডিং নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তার।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বলেন, ‘মঙ্গলবার গভীর রাতে একটি ফ্লাইটে সিঙ্গাপুর যাওয়ার উদ্দেশ্যে চপল বিমানবন্দরে এসেছিলেন।

পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় গ্রেপ্তার করা হয়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh