• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বন্যার পানি ঢুকে পড়েছে সৈয়দপুর বিমানবন্দরে

আরটিভি অনলাইন রিপোর্ট, নীলফামারী

  ১৪ আগস্ট ২০১৭, ২১:৩৮

বর্ষণ থেমে গেলেও ভারত থেকে নেমে আসা উজানের ঢল আর খড়খড়িয়ার দু’বাঁধ দিয়ে পানি ঢোকায় সৈয়দপুরের বন্যা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে।

সৈয়দপুর বিমানবন্দরের দক্ষিণাংশের প্রায় ১০০ মিটার দেয়াল ভেঙে বন্যার পানি ঢুকছে। তবে রানওয়েতে এখনো পানি না ওঠায় বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। এদিকে বানভাসিরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন। তবে খাদ্য ও খাবার পানি সংকট দেখা দিয়েছে আশ্রয়কেন্দ্রগুলোতে।

সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী, কামারপুকুর, কাশিরাম বেলপুকুর, বাঙালিপুর ইউনিয়নের ৪০টি ওয়ার্ডের প্রায় ৮০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। আর সৈয়দপুর পৌর এলাকার ১৫টি ওয়ার্ডের মধ্যে ১১টিতে প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

পানিবন্দি মানুষের জন্য সৈয়দপুর কলেজ, হাজারি হাট উচ্চ বিদ্যালয়, ইউপি পরিষদ, সৈয়দপুর স্টেডিয়াম, কাজিরহাট প্রাথমিক বিদ্যালয়, লুৎফর রহমান কিন্ডার গার্টেন ও কয়ানিজ পাড়া প্রাথমিক বিদ্যালয় ও সৈয়দপুর মহাবিদ্যালয় মিলে ১০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।