• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

তলিয়েছে খাগড়াছড়ি-সাজেক সড়ক, সেনা সহায়তায় পর্যটকদের উদ্ধার

শাহরিয়ার ইউনুস, খাগড়াছড়ি, আরটিভি অনলাইন

  ১৩ আগস্ট ২০১৭, ১৯:৪৩

টানা কয়েকদিনের বর্ষণে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজারের ১ কিলোমিটার সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় খাগড়াছড়ি-সাজেকে যান চলাচল ব্যাহত হচ্ছে।

শনিবার রাত থেকেই বাঘাইহাট বাজার সড়কটি পানিতে তলিয়ে আছে। একইসঙ্গে পানিতে তলিয়ে ছিলো বাঘাইহাটের উজো বাজারও।

রোববার সকাল থেকে উজো বাজারের পানি নেমে গেলেও বিকেল পর্যন্ত বাঘাইহাট বাজার সড়কের ১ কিলোমিটারেরও বেশি সড়ক পানিতে তলিয়ে আছে।

তাই বন্ধ রয়েছে খাগড়াছড়ি-দিঘীনালা থেকে রাঙ্গামাটির বাঘাইছড়ি ও পর্যটন কেন্দ্র সাজেকের যান চলাচল।

এদিকে, সাজেকে অবস্থানরত পর্যটকদের দুপুরের পর থেকে বাঘাইহাট সেনা জোনের সহায়তায় পানিতে তলিয়ে থাকা সড়ক পর্যন্ত নৌকা দিয়ে পার করা হয়েছে।

একইসঙ্গে পানি না নামায় স্থানীয়দেরও নৌকা দিয়ে পারাপার করা হচ্ছে।

খাগড়াছড়ি সদর সেনা জোনের স্টাফ অফিসার (জি-টুআই) মেজর মুজাহিদ জানান, শনিবার দেশেরে বিভিন্ন স্থান থেকে সাজেকে সাড়ে ৪শ’ পর্যটক অবস্থান করছিলো।

পর্যটকদের বহনকারি গাড়ি ছিলো ৪৫টি।

তারা সবাই সেখানে রাত্রিযাপন করছিলো। কিন্তু রোববার সকাল থেকে বাঘাইহাট বাজার সড়ক পানিতে ডুবে থাকায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

পর্যটকদের সুবিধার কথা চিন্তা করে বাঘাইহাট সেনাজোনের সহায়তায় দুপুরের পর থেকে নৌকায় করে বিকেল নাগাদ ৪ শতাধিক পর্যটককে বাঘাইহাট বাজারের পানিতে তলিয়ে যাওয়া সড়ক পার করে দেয়া হয়েছে।

বর্তমানে তলিয়ে যাওয়া সড়কের পানি কমতে শুরু করেছে বলেও জানান তিনি।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh