• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

শ্রীমঙ্গলে শিক্ষা প্রতিষ্ঠানের সামনেই ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, মৌলভীবাজার

  ১৩ আগস্ট ২০১৭, ১৬:৩৮

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের স্বনামধন্য তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ফেলা হচ্ছে পৌরসভার ময়লা-আবর্জনা। দুর্গন্ধ আর মারাত্মক স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ক্লাস করছে প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থী। দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ মানুষকেও।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার কলেজ রোড এলাকার তিনটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষার্থী পড়াশোনা করছে। প্রতিষ্ঠান তিনটির পাশেই পৌরসভার পতিত জায়গায় দীর্ঘদিন ধরে ফেলা হচ্ছে শহরের ময়লা-আবর্জনা।

এরই মধ্যে এ আবর্জনা বিশাল স্তূপে পরিণত হয়েছে। ফলে দুর্গন্ধে অতিষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীদের ক্লাস করা অসহ্য হয়ে পড়েছে। দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দেরও।

তাই দ্রুত ময়লা আবর্জনার স্তূপটি জনশূন্য জায়গায় সরিয়ে ফেলার দাবি শিক্ষার্থীসহ সবার।

শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসীন মিয়া মধু এ সমস্যার কথা স্বীকার করে আরটিভি অনলাইনকে বলেন, এ সমস্যা সমাধানে ঊর্ধ্বতনদের অবহিত করা হয়েছে।

আবর্জনার স্তূপটি পাহাড়ি এলাকায়ও সারানো যেতে পারে বলে মনে করছেন মেয়র।

তবে সাধারণ মানুষসহ সচেতন মহলের দাবি, দ্রুতই যেন জনশূন্য জায়গায় ময়লা-আবর্জনার স্তূপটি স্থানান্তর করা হয়।

আরকে/জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh