• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

দিনাজপুরে বাড়ছে পানি, সেনা সহায়তা চেয়েছে জেলা প্রশাসন (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, দিনাজপুর

  ১৩ আগস্ট ২০১৭, ১৫:২১

দিনাজপুরে বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে। পুর্নভবা নদীর পানি দশমিক ৭৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহর রক্ষাকারী বাধসহ বেশ কয়েকটি বাধ ভেঙে গেছে। এরই মধ্যে শহর রক্ষাকারী বাধ মেরামতে বিজিবি কাজ করছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে উদ্ধার কাজে সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে।

সদর, বিরল বোচাগঞ্জ, কাহারোল বীরগঞ্জ, খানসামা উপজেলা হাজার হাজার মানুষ বান্দি হয়ে পড়েছে। বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যাওয়ায় কয়েক উপজেলার সঙ্গে দিনাজপুরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানগুলো বানভাসি মানুষের আশ্রয় কেন্দ্র হিসাবে ব্যবহার করা হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, রোববার পুর্নভবা নদীর পানি বিপদসীমার কয়েক মিলিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শহর রক্ষাকারী বাঁধ ভেঙে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানান, বিভিন্ন উপজেলার সঙ্গে জেলা শহরের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। পর্যাপ্ত ত্রাণ রয়েছে। তবে এ মুহূর্তে জরুরি হয়ে পড়েছে বন্যার্ত মানুষকে উদ্ধার কাজ। সে কারণে উদ্ধার অভিযানে সেনাবাহিনীর সাহায্য চাওয়া হয়েছে।