• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

চার ভাইসহ যুবলীগ নেতা গ্রেপ্তার, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট, কক্সবাজার

  ১৩ আগস্ট ২০১৭, ১৩:২৬

কক্সবাজারের পেকুয়া উপজেলায় এক যুবলীগ নেতা ও তার চার ভাইকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছে অস্ত্র, ইয়াবা ও নগদ নগদ ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়।

রোববার ভোরে উপজেলার চৌমুহনী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি ও কক্সবাজার জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম (৪৫) তার ভাই মোহাম্মদ আলমগীর (৪২), মোহাম্মদ আজম (৪০), মোহাম্মদ কাইয়ুম (৩৮) এবং ওসমান সরওয়ার বাপ্পী (২৪)। জাহাঙ্গীরের চার ভাইও পেকুয়া উপজেলা যুবলীগ-ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতা-কর্মী।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. রুহুল আমিন জানান, অস্ত্র ও ইয়াবা মজুদের খবর পেয়ে ওই যুবলীগ নেতার বাড়িতে অভিযান চালায় র‌্যাব। পরে তিনটি বন্দুক, ১০ রাউন্ড গুলি, এক প্যাকেট ইয়াবা ও নগদ ১৭ লাখ টাকা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতে গ্রেপ্তাতারি পরোয়ানা ছিল বলেও জানান মেজর মো. রুহুল আমিন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে কোটি টাকার কোকেন উদ্ধার
১১ নাবিক জীবিত উদ্ধার, নিখোঁজ ১
সালমানের বাড়িতে হামলার ঘটনায় গুলিসহ অস্ত্র উদ্ধার
ডাকাতিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার 
X
Fresh