• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

৫ বছরে ৫০ বছর এগিয়ে যাবে বন্দর নগরী : সিডিএ

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১২ আগস্ট ২০১৭, ২১:২১

আগামী ৫ বছরের ভেতরে চট্টগ্রাম ৫০ বছর এগিয়ে যাবে এবং আগামী ৩ বছরেরর মধ্যে চট্টগ্রাম জলাবদ্ধতামুক্ত ও যানজটমুক্ত নগরী হয়ে সত্যিকার বাণিজ্যিক রাজধানীর রূপ লাভ করবে। বললেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুস সালাম।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) প্রস্তাবিত ও একনেক সভায় অনুমোদিত ‘জলাবদ্ধতা নিরসন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে সাংবাদিকদের সাথে শনিবার দুপুরে স্থানীয় এক হোটেলের মিলনায়তনে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সম্প্রতি জলাবদ্ধতা নিরসনে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি- একনেকে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিয়ন্ত্রণকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়নে ৫ হাজার ৬১৬ কোটি ৫০ লাখ টাকার অনুমোদন দেয়া হয়।

বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে প্রকল্পটি বাস্তবায়ন করবে সিডিএ।

মতবিনিময় সভায় সিডিএ চেয়ারম্যান আরো বলেন, আল্লাহপাক যদি আমাকে বাঁচিয়ে রাখেন চট্টগ্রামবাসীকে একটা প্রেজেন্টেশন দেবো, ৩ বছর পরে চট্টগ্রামকে দেখতে কেমন লাগবে?

চট্টগ্রামের মানুষ জলাবদ্ধতামুক্ত থাকবে, চট্টগ্রামের মানুষ যানজটমুক্ত থাকবে, চট্টগ্রাম তার হারানো গৌরব ফিরে পাবে।

শিল্পায়নের সম্প্রসারণ হবে, কর্মসংস্থানের সৃষ্টি হবে, বাণিজ্যিক- বন্দর নগরী বলতে যা বোঝায়, সেটা প্রকৃত অর্থেই রূপ লাভ করবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন সিডিএ এর পরিচালক জসিম উদ্দিন শাহ, সোহেল শাকুর, কেবিএম শাহজাহানসহ অন্যান্যরা।

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh