• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পিরোজপুরে সেতু ভেঙে ৮ সড়কে যোগাযোগ বন্ধ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, পিরোজপুর

  ১২ আগস্ট ২০১৭, ১৪:৫৮

পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের মাদারশী সেতু ভেঙ্গে ৮টি সড়ক পথের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শনিবার দিনগত রাতে পাথর বোঝাই দু’টি ট্রাক একই সময়ে সেতুতে উঠলে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার রাত ৩ টায় ভাণ্ডারিয়ার পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের মাদারশি সেতুতে পিরোজপুর থেকে আসা (পটুয়াখালী ট-১১-০০৬৫ ও পিরোজপুর ট-১১-০২১১) দু’টি পাথর বোঝাই ট্রাক সেতুটিতে উঠলে বিকট শব্দে সেটি ভেঙে যায়। পরে চালক ও হেলপার পালিয়ে যান।

এ ঘটনার পর থেকে মঠবাড়িয়ার সঙ্গে ৮টি সড়কের যান চলাচল বন্ধ হয়ে গেছে।

সড়ক ও জনপথ বিভাগের (সওজ) পিরোজপুর কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী ফখরুল ইসলাম বলেন, সেতুটি আগে থেকেই ঝুঁকিপূর্ণ ছিল। তাই অতিরিক্ত মাল বোঝাই ট্রাক উঠার কারণে সেতেুটি ভেঙে গেছে। ট্রাক দু’টি উদ্ধারের জন্য বরিশাল থেকে ক্রেন আনার ব্যবস্থা চলছে। খুব দ্রুত ট্রাক দু’টি উদ্ধার করা হবে। তবে সেতুটি পুনরায় নির্মাণ করতে আরো এক থেকে দেড় মাস সময় লাগবে বলে জানান এই প্রকৌশলী।

ভান্ডারিয়া থানার এসআই শহিদুল ইসলাম বলেন, ‘ভেঙে পড়া সেতু দিয়ে মানুষ ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছিল। আমরা মানুষের চলাচল বন্ধ করে খেয়া নৌকায় পারাপারের ব্যবস্থা করেছি। ঘটনার পর থেকে ট্রাকের চালক পলাতক রয়েছেন।

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh