• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে তীব্র যানজট

আরটিভি অনলাইন রিপোর্ট, মুন্সীগঞ্জ

  ১২ আগস্ট ২০১৭, ০৯:০৩

পদ্মায় তীব্র স্রোত ও ফেরি স্বল্পতার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের দুই পাশে যানজটের সৃষ্টি হয়েছে।

শুক্রবার রাত থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে তীব্র যানজট দেখা দেয়। শুধু পাটুরিয়া ঘাটেই ফেরি পারাপারের অপেক্ষায় থাকে ৫ শতাধিক যানবাহন।

কয়েক সপ্তাহ পর ফেরিবহরে মেরামত করা আরেকটি ফেরি যুক্ত হলেও শুক্রবারের ছুটি ও তীব্র স্রোতের কারণে এ যানজট বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তবে শনিবার সকাল থেকে বৃষ্টির কারণে আরো বেশি পণ্যবাহী ট্রাক এবং শতাধিক যাত্রীবাহী বাস নদী পারাপারের অপেক্ষায় থাকতে দেখা গেছে।

বিআইডব্লিউটিসি জানায়, তীব্র সোতে ফেরি চলতে না পারায় এবং ফেরি কম থাকায় পাটুরিয়া-দৌলতদিয়ার দুই পাশে যানবাহনের জট রয়েছে। এ রুটে ১৫টি ফেরির মধ্যে ১৩টি চলাচল করছে। বাকি দু’টি ফেরি মেরামতের কাজ চলছে।

জেবি/সি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার এলাকাজুড়ে যানজট
এবার ঈদযাত্রায় যানজট ও দুর্ঘটনা কম হয়েছে : বিআরটিএ চেয়ারম্যান
যানজট না থাকলেও পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ভোগে যাত্রীরা
রাজধানীর রাস্তা ফাঁকা, গণপরিবহন হাতেগোনা
X
Fresh