• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

পঞ্চগড়ে বজ্রাঘাতে নিহত ২, আহত ৫

আরটিভি অনলাইন রিপোর্ট,পঞ্চগড়

  ১১ আগস্ট ২০১৭, ১০:৪৩

পঞ্চগড়ের সদর ও বোদা উপজেলায় বজ্রাঘাতে দু’জনের মৃত্যু হয়েছে। নারী ও শিশুসহ আহত হয়েছেন ৫ জন।

বৃহস্পতিবার বিকেলে এই ঘটনা ঘটে।

বোদা উপজেলার বেংহারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার বিকেলে মুষলধারে বৃষ্টি পড়ার সময় বাড়ির পাশে আমন ক্ষেতে কাজ করছিলেন ইউনিয়নের ফুলতলা নতুনবন্দর এলাকার আবদুল কাদেরের ছেলে নাসিরুল ইসলাম (৪২)। এসময় বজ্রঘাতে গুরুতর আহত হন নাসিরুল। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঞ্চগড় সদর উপজেলার সদর ইউপির চেয়ারম্যান জাহেদুল হক জানান, বৃহস্পতিবার বিকেলে ইউনিয়নের ভূষিভিটা এলাকায় গরু নিয়ে বাড়ি ফেরার সময় বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান সোহেল রানা (১৯) নামের এক তরুণ।

এছাড়া সদর উপজেলার বীরপাড়া ও চানপাড়া এলাকায় বজ্রাঘাতে ৫জন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা হলেন ফয়জান বেগম (৬০), রাবেয়া খাতুন (৪০), মর্জিনা খাতুন (১৪), মোস্তাফিজুর রহমান (১২) ও আমিনা খাতুন (২৬)। তাদের পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালের ডাক্তার তৌহিদুর রহমান জানান, বজ্রাঘাতে আহত মোট ৬জন হাসপাতালে আসেন। এর মধ্যে একজন মারা যান। বাকি ৫জন হাসপাতালে চিকিৎসাধীন।

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুকুরের কামড়ে নারী ও শিশুসহ আহত ৯ 
X
Fresh