• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

শেবাচিমে চুরি হওয়া নবজাতক উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট, বরিশাল

  ১১ আগস্ট ২০১৭, ০৯:৪৪

বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে চুরি হওয়া এক নবজাতককে উদ্ধার করা হয়েছে।

হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালাম এর উদ্যোগে বৃহস্পতিবার রাতে শিশুটিকে উদ্ধার করে মায়ের কাছে দেয়া হয়।

দু’দিন বয়সী ওই নবজাতক বরিশাল নগরের ভাটিখানা জোড় মসজিদ এলাকার বাসিন্দা জীবন খান ও ফারজানা দম্পতির সন্তান।

ফারজানা জানান, গেলো ৭ আগস্ট তিনি শেবাচিম হাসপাতালের প্রসূতি বিভাগে ভর্তি হলে বুধবার রাতে সিজারিয়ানের মাধ্যমে তার মেয়ে সন্তান জন্ম নেয়।

সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর থেকেই তার মা ফাতেমা বেগম, বোন শিল্পী ওরফে নদী ও ছোট বোন আকলিমার ননদ লিলি নবজাতকে নিয়ে যাওয়ার নানা চেষ্টা চালান।তারা নবজাতককে বিক্রি করে তাকে কিছু অর্থের প্রলোভনও দেখান।কিন্তু এতে তিনি রাজি না হলে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মা ফাতেমা, বোন নদী ও লিলি মিলে শিশুটিকে জোর করে তার কাছ থেকে নিয়ে যান।

এসময় সন্তানের জন্য তিনি আহাজারি শুরু করে দিলে সেবিকারা তাকে তাদের কক্ষে নিয়ে যান। পরে সেখানে বসেই হাসপাতালের ওয়ার্ড মাস্টার আবুল কালামের হস্তক্ষেপে ফারজানার মা ফাতেমা বেগম ও মেজ বোন নুপুর শিশু সন্তানটিকে দু’ঘণ্টা পরে তার কাছে ফিরিয়ে দেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ফারজানার মা ফাতেমা বেগম। খবর পেয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই নজরুল ইসলাম ঘটনাস্থলে এসে ফারজানার মৌখিক অভিযোগের ভিত্তিতে তার মা ফাতেমা বেগম ও বোন নুপুরকে থানায় নিয়ে যান।

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh