• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পাহাড়ে ডাকাতের আস্তানায় অভিযান, ১৭ আগ্নেয়াস্ত্রসহ আটক ২

পাহাড়ে ডাকাতের আস্তানায় অভিযান, ১৭ আগ্নেয়াস্ত্রসহ আটক ২

  ০৮ আগস্ট ২০১৭, ১৪:৩৮

টেকনাফে রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের দুই সহযোগীকে আটক করেছে র‌্যাব। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পাহাড়ি আস্তানায় অভিযান চালিয়ে ১৭টি আগ্নেয়াস্ত্র ও ৪৩৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

সোমবার রাতে টেকনাফ পৌর এলাকার উপজেলা কমপ্লেক্স সংলগ্ন পাহাড়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, টেকনাফ পৌরসভা পুরাতন পল্লান পাড়া এলাকার দলিলুল রহমান প্রকাশ ধইল্লার ছেলে ফরিদ আলম (৩৭), ও একই এলাকার আবুল হাসেম মাঝির ছেলে শামসুল আলম (২২) । তারা একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামী।

র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর রুহুল আমিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে রোহিঙ্গা ডাকাত আব্দুল হাকিমের দুই সহযোগীকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যমতে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১৫টি ওয়ান শুটার গান, ২টি দেশীয় তৈরি পিস্তল ও ৪৩৭ রাউন্ড গুলি।

টেকনাফ থানার ওসি তদন্ত শেখ আশরাফুজ্জামান জানান, দুই ডাকাতকে মঙ্গলবার সকালে টেকনাফ থানায় সোপর্দ করে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে দুটি মামলা দায়ের করেছে র‌্যাব।

টেকনাফের পাহাড়ে অবস্থান নিয়ে হত্যা, অপহরণ, ডাকাতি, ইয়াবা ব্যবসাসহ নানা অপকর্ম করে আসছিল ডাকাত আব্দুল হাকিমের বাহিনী। মিয়ানমারের রাশিদং থানার বড় ছড়া গ্রামের জানি আলীর ছেলে আব্দুল হাকিম।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাহাড়ে রাতে র‌্যাব-পুলিশের অভিযান, ১০ অপহৃত উদ্ধার
হবিগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত
ডিবি পরিচয়ে সয়াবিন তেলভর্তি ট্রাক ডাকাতি, গ্রেপ্তার ৭
পুরস্কার পাচ্ছেন কাঁধে করে ডাকাত তুলে আনা সেই এএসআই
X
Fresh