• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

হাসপাতালের ছাদের ধস ঠেকাতে বাঁশের খুঁটি

বিএম ফারুক, যশোর

  ০৭ আগস্ট ২০১৭, ১৫:০২

যশোর ২৫০ শয্যা হাসপাতালের পুরনো দ্বিতল ভবনের নিচতলার বারান্দার ছাদের অংশে ফাটল দেখা দিয়েছে। বিল্ডিংটি ধসে পড়তে পারে যেকোনো সময়। আর এতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন রোগী ও হাসপাতাল কর্তৃপক্ষ।

দুর্ঘটনা এড়াতে হাসপাতাল কর্তৃপক্ষ ১০টি বাঁশের খুঁটি দিয়ে সাময়িকভাবে ঠেকিয়ে রেখেছে ছাদ।

সরজমিনে গিয়ে দেখা যায়, হাসপাতালের পুরনো ভবনের বারান্দার ছাদে ফাটল ধরেছে। পলেস্তারা খসে রড বেরিয়ে এসেছে। বাঁশ দিয়ে চেষ্টা করা হয়েছে ছাদ ঠেকানোর।

ওই ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীরা জানান, আমরা খুব আতঙ্কের মধ্যে রয়েছি। ছাদ ভেঙে পড়লে রোগীসহ বহু মানুষের প্রাণহানি হতে পারে।

যশোর রোগী কল্যাণ সমিতির সদস্য শফিকুল ইসলাম পারভেজ আরটিভি অনলাইনকে বলেন, ‘বাংলাদেশ স্বাধীন হবার পর এই বিল্ডিং সংস্কার হয়নি। যার কারণে এ ফাটলের ঘটনা ঘটেছে। যদি কর্তৃপক্ষ আগে ব্যবস্থা নিতেন তাহলে এ অবস্থার সৃষ্টি হতো না।’

হাসপাতালে দায়িত্বরত নার্স শিরিন সুলতানা বলেন, ‘আগে কখনো বাঁশের খুঁটি দেয়া ছিল না। শনিবার থেকে ফাটলের স্থানে খুঁটি দেয়া হয়েছে। যদি ছাদ ভেঙে পড়ে মরি না বাঁচি বলতে পারছি না। খুবই আতঙ্কের মধ্যে আছি।’

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. ওয়াহেদুজ্জামান লিটু বলেন, ‘বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বাঁশ দিয়ে ছাদ ঠেকিয়ে রাখা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম কামরুল ইসলাম বেনু আরটিভি অনলাইনকে বলেন, ‘বিল্ডিংটির নিচতলায় সার্জারি এবং দ্বিতীয় তলায় মেডিসিন ওয়ার্ড। নিচে ৩০টি বেড ও দ্বিতীয় তলায় ৭০টি বেড রয়েছে। রোগীর স্বজন মিলে ওখানে সবসময় প্রায় ১৫০ লোকের অবস্থান। ১৯৫৬ সালে এই বিল্ডিংটি তৈরি হয়। যশোরের বিশিষ্ট সমাজসেবক আহাদ সাহেব পুরনো বিল্ডিংয়ের ওপর দ্বিতীয় তলা করেন।’

তিনি আরো বলেন, ‘গেলো রোজার ঈদের দু’দিন আগে হাসপাতালের নিচতলার ছাদে ফাটল দেখা দিলে আমি ইঞ্জিনিয়ারকে ফোন করি। ইঞ্জিনিয়ার তখন বেনাপোলে ছিলেন। তিনি বেনাপোল থেকে সরাসরি হাসপাতালে এসে পুরো বিল্ডিং পরিদর্শন করেন। আমি তাকে ঢাকায় জরুরি ভিত্তিতে রিপোর্ট করতে বলি। দ্বিতীয় তলার গ্রিলের একাংশ বসে যাওয়ায় গণপূর্ত বিভাগকে বিষয়টি জানিয়েছি। দুর্ঘটনা এড়ানোর জন্য তারা ১০টি বাঁশের খুঁটি দিয়ে ঠেকনা দিয়েছে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকায় রিপোর্ট করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।’

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কার্ডিয়াক আইসিইউ পুড়ে ছাই, রক্ষা পেল ৭ শিশু
হাসপাতালে ফেলে যাওয়া নবজাতক দত্তক পেলেন সেবিকা
রাজধানীর শিশু হাসপাতালে আগুন
ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, চলতি বছরে ২৪
X
Fresh